IQNA

ফিলিপাইনে গ্লোবাল হালাল বাজার নির্মাণের প্রচেষ্টা

15:24 - December 12, 2017
সংবাদ: 2604540
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের মগিন্দানাও রাজ্য হালাল মাংস প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ১.৪ ট্রিলিয়ন ডলার হালাল বাজারের অংশীদারি হতে যাচ্ছে।

ফিলিপাইনে গ্লোবাল হালাল বাজার নির্মাণের প্রচেষ্টা



বার্তা সংস্থা ইকনা: মগিন্দানাও প্রদেশের গভর্নর ইসমাইল মার্ংদাতাতো ঘোষণা করেছে, এই প্রদেশে একটি মুরগীর খামার নির্মাণ করা হবে। আশাকরা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে এই অঞ্চলের প্রথম হালাল খামার এবং মাংস বিতরণ করা সম্ভব হবে। এই প্রকল্পটি বছরের শেষে বাস্তবায়ন করা হবে।
এই প্রকল্পটি ফেব্রুয়ারি মাসে মগিন্দানাওর বার্ষিক ফেস্টিভালে এই প্রকল্পটি উদ্বোধন করা হবে।
প্রকল্পটি বাস্তবায়নের পর দৈনিক ৩০ হাজার মুরগি বাজারে বিক্রি করা হবে।
ফিলিপাইনের অনেক মুসলিম অধিবাসী রয়েছে। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার প্রতিবেশী দেশ এটি। বেশ কয়েক বছর ধরে দেশিটি গ্লোবাল হালাল বাজার ধরতে চাচ্ছে এবং অতি শীঘ্রই এই চেষ্টা বাস্তবায়িত হতে যাচ্ছে।
iqna

 

 

captcha