IQNA

ফাতেমা যাহরার (আ.) জীবনাদর্শ সমাজে তুলে ধরা প্রয়োজন

14:11 - February 22, 2018
সংবাদ: 2605105
নবী নন্দিনী হযরত ফাতেমা যাহরা (আ.) সমগ্র মানব জাতির জন্য চিরন্তন আদর্শ হিসেবে স্বীকৃত। তাই এ আদর্শ সম্পর্কে সমাজের মানুষকে অবহিত করা আমাদের ঈমানী দায়িত্ব।



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: বিশিষ্ট মুসলিম মনীষী ও মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ জাফর সুবহানি আজ ধর্মীয় নগরী কোমে ধর্মীয় আলেমদের এক সভায় বক্তৃতাকালে বলেন: মহান আল্লাহর ইচ্ছার নিকট আত্মসমর্পণ করা প্রত্যেক ঈমানদারের অন্যতম বৈশিষ্ট্য; একজন প্রকৃত ঈমানদার সব সময় আল্লাহর প্রতি আস্থাশীল থাকে।

তিনি বলেন: আমাদের ঈমানী দায়িত্ব হচ্ছে আল্লাহর বিধানকে নিজেদের জীবনে বাস্তবায়িত করা। আমরা যদি মনে-প্রাণে এমন বিশ্বাসপোষণ করি যে, আল্লাহ আমাদেরকে সর্বাবস্থায় পর্যবেক্ষণ করছে, তাহলে আমারা কখনও আল্লাহর নাফরমানি ও অবাধ্য হব না।

হযরত আয়াতুল্লাহ জাফর সুবহানি ৩রা জমাদিউস সানী নবী নন্দিনী হযরত ফাতেমা যাহরার (আ.) শাহাদতের কথা উল্লেখ করে বলেন: ইতিহাস পর্যালোচনা করলে এটা সুস্পষ্ট হয়ে যাবে যে, হযরত ফাতেমা যাহরা (আ.) নজিরবিহীন ও অতুলনীয় বৈশিষ্ট্যাবলীর অধিকারী। তিনি শুধু নারী সমাজের জন্য নয়, বরং সমগ্র মানব জাতির জন্য চিরন্তন আদর্শ হিসেবে স্বীকৃত। কিন্তু দু:খজনক হলেও সত্য যে, আমাদের সমাজের অধিকাংশ মানুষ এ মহীয়সী নারীর জীবনাদর্শ সম্পর্কে অজ্ঞ। তাই আমাদের দায়িত্ব হচ্ছে নবী নন্দিনী হযরত ফাতেমা যাহরার (আ.) মহিমান্বিত জীবনাদর্শ সম্পর্কে সমাজের মানুষকে অবহিত করা। শাবিস্তান

captcha