IQNA

কাতরে দ্বিতীয় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১৪২৯ প্রতিযোগীর অংশগ্রহণ

23:39 - February 22, 2018
সংবাদ: 2605110
আন্তর্জাতিক ডেস্ক: কাতরে দ্বিতীয় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ৫৫টি দেশের ১৪২৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করবে।

কাতরে দ্বিতীয় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১৪২৯ প্রতিযোগীর অংশগ্রহণ


বার্তা সংস্থা ইকনা: কাতারের 'কিতারা' সাংস্কৃতিক ইন্সটিটিউটের মহাপরিচালক খালিদ বিন ইব্রাহিম সুলাইতি ঘোষণা করেছেন: কাতারের কুরআনিক টেলিভিশনের দ্বিতীয় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতাটি "আপনার চেহারাকে কুরআনের অলঙ্কারে সাজান" শিরোনামে অনুষ্ঠিত হবে।
এই প্রতিযোগিতার প্রথম পর্যায়ে ১৮টি আরব দেশ থেকে ১২৮৩ জন প্রতিযোগী এবং বিশ্বের অন্যান্য ৩৭টি দেশে থেকে ১৫৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করবে।
প্রতিযোগিতার পদ্ধতি সম্পর্কে তিনি বলেন: প্রতিযোগীদের ৫ মিনিটের মধ্যে পবিত্র কুরআনের অংশ মোট তিনটি অংশে তিলাওয়াত করতে হবে। এরমধ্যে এক অংশ তারতিল এবং অপর দুই অংশ তাজবিদের সকল নিয়ম বজায় রেখে তিলাওয়াত করতে হবে। তিলাওয়াত করার পর প্রতিযোগিতার আয়োজক কমিটির নিকট অডিও ফাইটি প্রেরণ করতে হবে। সকল প্রতিযোগীদের তিলাওয়াতের অডিও ফাইল বিশ্লেষণ করে ১০০ জনকে পরবর্তী স্তরের জন্য আমন্ত্রণ জানানো হবে।
তিনি বলেন: কাতরে দ্বিতীয় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পবিত্র রমজান মাসের কিতারা সাংস্কৃতিক ইন্সটিটিউটের অপেরা হলের অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠান কাতর টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
এই প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণ ৫ জনকে ১৫ লাখ কাতারি রিয়াল অনুদান করা হবে। কিতারা সাংস্কৃতিক ইন্সটিটিউটের পক্ষ থেকে এই পুরস্কার বিতরণ কর হবে। প্রথম থেকে পঞ্চম জনকে পর্যায়ক্রমে ৫ লাখ কাতারি রিয়াল, ৪ লাখ কাতারি রিয়াল, ৩ লাখ কাতারি রিয়াল, ২ লাখ কাতারি রিয়াল, ১ লাখ কাতারি রিয়াল দেয়া হবে।
উল্লেখ্য, কাতারের কুরআনিক টেলিভিশনের প্রথম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠানটি পবিত্র রমজান মাসে পবিত্র রমজান মাসের কিতারা সাংস্কৃতিক ইন্সটিটিউটের অপেরা হলের ২১ দিন যাবত অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতায় প্রথম স্থানে উত্তীর্ণ হয়েছেন লিবিয়ার এসাম আব্দুল হাফিজ ওমর সালেম, দ্বিতীয় স্থানে উত্তীর্ণ হয়েছেন মিশরের মুহাম্মাদ মুস্তাফা মুহাম্মাদ আব্দুর রহমান আরাব, তৃতীয় স্থানে উত্তীর্ণ হয়েছেন মরক্কোর অনাস তুরানী, চতুর্থ স্থানে উত্তীর্ণ হয়েছেন মিশরের আহমেদ ওমর মুহাম্মাদ নাজ্জার এবং পঞ্চম স্থানে উত্তীর্ণ হয়েছেন আলজেরিয়ার আহমেদ শাভিশ।
iqna

 

captcha