IQNA

দুবাইয়ে নওমুসলিমদের জন্য কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান

23:13 - February 23, 2018
সংবাদ: 2605117
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে ২০টি দেশের নওমুসলিম প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে দ্বিতীয় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: উক্ত প্রতিযোগিতা আমিরাতের 'দারুল বের্র' আঞ্জুমানের অন্তর্গত ইসলামী কেন্দ্র "আল-মা'লুমাত"-এর উদ্যোগে নও মুসলিম নারী ও পুরুষদের জন্য অনুষ্ঠিত হয়েছে।
দ্বিতীয় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ২০টি দেশের ৩০৯ জন প্রতিনিধির অংশগ্রহণ করেছেন।
ইসলামী কেন্দ্র "আল-মা'লুমাত"-এর পরিচালক রাশেদ জেনিবি এ ব্যাপারে বলেন: এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হচ্ছে, পবিত্র কুরআনের সাথে নও মুসলিমদের সম্পর্ক দৃঢ় করা ও তাদেরকে কুরআন হেফজের প্রতি আকৃষ্ট করা এবং পবিত্র কুরআনের অর্থ ও তার নির্দেশ অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করা।
গত বছরের তুলনায় এ বছর অংশগ্রহণের সংখ্যা ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আমেরিকান, ইউরোপিয়ান, এশিয়ান এবং আফ্রিকান যেসকল নাগরিক সংযুক্ত আরব আমিরাতে বসবাস করে তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।
প্রতিযোগিতার শেষে হেফজ, হোসনে তিলাওয়াত ও তারতিল বিভাগে শীর্ষ স্থানে উত্তীর্ণদের মূল্যবান পুরস্কার বিতরণ করা হয়েছে। এছাড়াও পুরস্কার হিসেবে তাদের জন্য ওমরা হজ্জে পাঠানো হবে বলে ঘোষণা করেছে।
iqna

captcha