IQNA

হজ বয়কোট করলো কানাডিয়ান মুসলমানেরা

16:09 - August 17, 2018
সংবাদ: 2606486
আন্তর্জাতিক ডেস্ক: কানাডিয়ান "ন্যাশনাল পোস্ট" কনজারভেটিভ সংবাদপত্র ঘোষণা করেছে: কানাডা ও সৌদি আরবেমর মধ্যে সহিংসতামূলক সম্পর্ক এবং সৌদি আরব প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে কানাডার কিছু মুসলমান চলতি বছরে হজ বয়কোট করেছেন।

 

বার্তা সংস্থা ইকনা: কানাডার "ন্যাশনাল পোস্ট" সংবাদপত্র এক প্রতিবেদনে ঘোষণা করেছে: হজ্ব অনুষ্ঠান অংশগ্রহণ করার জন্য কানাড়ার মুসলমানেরা মক্কায় ভ্রমণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছিল। কিন্তু হটাৎ টরন্টো থেকে সৌদি ফ্লাইট বন্ধ হওয়ার ফলে মুসলমানেরা উদ্বেগ প্রকাশ করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, দুই দেশের মধ্যে উত্তেজনামূলক সম্পর্কের ফলে কানাডায় কিছু মুসলিম হজ্ব বয়কোট করেছেন।

উল্লেখ্য, সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে কানাডীয় পররাষ্ট্র মন্ত্রী সমালোচনার পর এই দুই দেশের মধ্যে উত্তেজনামূলক সম্পর্ক বিরাজ করছে এবং হজ অনুষ্ঠানে অংশগ্রহণ করার ক্ষেত্রে কানাডার মুসলমানদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

iqna

 

captcha