IQNA

‘শত্রুর অর্থনৈতিক ষড়যন্ত্র বানচাল করে দেবে ইরান’

19:01 - August 17, 2018
সংবাদ: 2606487
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব বলেছেন, শত্রুর অর্থনৈতিক ষড়যন্ত্র বানচাল করে দেয়ার জন্য ইরানের যথেষ্ট শক্তি রয়েছে। হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবুতোরাবি ফার্দ আজ তেহরানের জুমার নামাজের খুতবায় এ প্রত্যয় ব্যক্ত করেন।


পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: তিনি ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে বলেন, আমেরিকার এ নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে নিজস্ব ব্যবস্থাপনায় চাঙ্গা করার সুবর্ণ সুযোগ এনে দিয়েছে।

ইরানের ওপর ইরাকের সাবেক সাদ্দাম সরকারের চাপিয়ে দেয়া আট বছরের যুদ্ধে আটক ইরানি যোদ্ধাদের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আবুতোরাবি ফার্দ বলেন, ইরাকের বাথ সরকারের কারাগারে কঠিন সময় পার করেছেন ইরানি যোদ্ধারা। তারা আমাদেরকে শহীদের রক্তের কথা স্মরণ করিয়ে দিয়েছেন।
জুমার নামাজে উপস্থিত মুসল্লিদের একাংশ

আট বছরের চাপিয়ে দেয়া যুদ্ধ ইরানকে রাজনৈতিক, অর্থনৈতিক , সামরিক ও জ্ঞানগত দিক দিয়ে সাফল্যের শীর্ষে পৌঁছাতে সাহায্য করেছে বলে উল্লেখ করেন তেহরানের জুমার নামাজের খতিব। তিনি বলেন, লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন ও ফিলিস্তিনি জনগণ ইরানের আট বছরের প্রতিরোধ যুদ্ধ থেকে শিক্ষা গ্রহণ করে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।

 

captcha