IQNA

উত্তর সিরিয়ার চোরাবালিতে আটকা পড়তে পারে তুরস্ক: ইরানের হুঁশিয়ারি

18:50 - October 11, 2019
সংবাদ: 2609412
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, ইরাকের সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্যকর ঘটনায় নেপথ্যের তিন মূল অক্ষ মার্কিন, ব্রিটিশ ও ইসরাইলি শাসকগোষ্ঠী। আজ তেহরানের জুমা নামাজের খোতবায় তিনি এই মন্তব্য করেছেন।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: পশ্চাৎপদ আরব সরকারগুলো, বাথ পার্টির অবশিষ্ট সদস্যরা এবং সৌদি, ব্রিটিশ ও মার্কিন কোনো কোনো গণমাধ্যমের কারণে ইরাকে ওইসব অশান্তি ছড়িয়ে পড়েছে বলে খাতামি উল্লেখ করেন।

ইরাকি জনগণের জীবনযাত্রার সমস্যাজনিত অসন্তোষকে ইরাকের শত্রুরা অপব্যবহারের চেষ্টা করছে বলে উল্লেখ করে খাতামি বলেন, ইরাকে অশান্তি সৃষ্টি করে শত্রুরা হযরত ইমাম হুসাইন (আ)'র শাহাদতের চেহলাম-বার্ষিকী বা আরবাইনের পদযাত্রাকারীদের মধ্যে ত্রাস এবং ইরানি ও ইরাকি জাতির মধ্যে বিভেদ সৃষ্টির পাঁয়তারা করছে।

তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব এ প্রসঙ্গে আরও বলেছেন, 'ইরাকি জনগণ প্রতিরোধ-অক্ষ বা জোটে যোগ দেয়ায় শত্রুরা উদ্বিগ্ন। এ ছাড়াও ইরাকের কোনো কোনো নেতা ইহুদিবাদী ইসরাইল ও মার্কিন সরকারের অবৈধ দাবিগুলোর মোকাবেলায় রুখে দাঁড়ানোয় তাদের ওপর প্রতিশোধ নিতে চায় শত্রুরা।

আয়াতুল্লাহ খাতামি সিরিয়া থেকে তুর্কি সেনা সরিয়ে নেয়ার দাবি জানিয়ে এরদোগানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন সরকারের সেবাদাস সৌদি শাসকগোষ্ঠী ওয়াশিংটনের অনুসরণ করতে গিয়ে ইয়েমেনের চোরাবালিতে আটকা পড়েছে। তিনি এ প্রসঙ্গে আরও বলেছেন, উত্তর সিরিয়া থেকে মার্কিন সেনা সরে আসার পরপরই তুর্কি সরকার সেখানে ওয়াশিংটনের জায়গায় বসতে চায়, কিন্তু তুর্কি সরকার যেন সেখানকার চোরাবালির ব্যাপারে সতর্ক থাকে।  iqna

captcha