IQNA

জার্মানে দুইটি কুরআনিক গ্রন্থ প্রকাশ

20:20 - June 28, 2020
সংবাদ: 2611043
তেহরান (ইকনা): জার্মানের মানবিক ও ইসলামিক বিজ্ঞান ইন্সটিটিউটের পক্ষ থেকে «Vernunft und Offenbarung» (ভের্নুনফ্ট আনড অফেনবারং/আক্বল ও ওহী) এবং «Die Position der Frauen aus der Sicht des Korans» (ডাই পজিশন ডার ফ্রেউইন আউস ডের সিচট ডেস কোরানস/ পবিত্র কুরআনের দৃষ্টিতে নারীর অবস্থান) গ্রন্থ প্রকাশিত হয়েছে।

এই গ্রন্থ দুটি ইসলামী স্টাডিজ ও রাষ্ট্রবিজ্ঞানের গবেষক এবং এডুয়ার্ডো অ্যানেলি শহীদ সমিতির ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ সামের মুর্তজা লিখেছেন। তিনি মূলত জার্মানের রাইনল্যান্ড-প্যালেটিনেট রাজ্যের ওবরোজেল শহরের অধিবাসী।

ইতিমধ্যে এই দু’টি গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং বাজারেও বইটি পাওয়া যাচ্ছে। মোহাম্মাদ সামের মুর্তজার রচিত "একটি বিস্তৃত 'আমাদের' বর্ণনা করার শব্দগুলি" বইটিও সম্প্রতি প্রকাশ হয়েছে। সেদেশের মুসলমানদের নিয়ে গবেষণা করে এই বইটি লেখা হয়েছে।

মোহাম্মাদ সামের মুর্তেজা এই গ্রন্থে মুসলমানদের পরিচয় এবং জার্মানিতে তাদের জীবনের উত্থান-পতন নিয়ে কাজ করেছেন। এছাড়াও তিনি “জার্মানের সংবিধান, ইসলামী আইন এবং চরম ডানপন্থী গোষ্ঠী” বই রচনা করেছেন।  iqna

 

captcha