IQNA

ফ্লয়েড হত্যার বিচারের তারিখ আগামী বছরে নির্ধারণ

18:14 - July 02, 2020
সংবাদ: 2611065
তেহরান (ইকনা): যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার সঙ্গে জড়িত থাকায় অভিযুক্ত সাবেক চার পুলিশ কর্মকর্তার বিচার আগামী বছর শুরু হবে বলে জানিয়েছেন মামলার বিচারক। মিনেপোলিসের বিচারক পিটার চাহিল সোমবার বিচারের তারিখ ২০২১ সালের ৮ মার্চ নির্ধারণ করেছেন।

বিচারক পিটার চাহিল পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে স্পর্শকাতর এই মামলার বিচার শুরু করতে চাচ্ছেন না তিনি, আয়ারল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম আরটিই এই খবর জানিয়েছে।

ফ্লয়েড হত্যাকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে বিচারক সতর্ক করে বলেছেন, অভিযুক্ত চারজন, তাদের এটর্নি ও সরকারি কর্মকর্তারা স্পর্শকাতর এই মামলার বিচার কার্যক্রম সংবাদমাধ্যমের মধ্যদিয়ে করবে না। এ নিয়ে মিডিয়া সার্কাস তৈরি হোক তা তিনি চান না।

২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপলিসে পুলিশ জর্জ ফ্লয়েড নামের এক ব্যক্তিকে হত্যা করলে দেশজুড়ে বিক্ষোভের সূত্রপাত হয়। ফ্লয়েডের গাড়িতে জাল নোট থাকার খবর পেয়ে তাঁকে আটক করতে গিয়েছিল পুলিশ।

একজন প্রত্যক্ষদর্শীর ধারণ করা ১০ মিনিটের ভিডিওতে দেখা গেছে, হাঁটু দিয়ে তাঁর গলা চেপে ধরে তাঁকে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে এক শ্বেতাঙ্গ পুলিশ সদস্য। নিহত ফ্লয়েড নিরস্ত্র ছিলেন। নিঃশ্বাস নিতে না পেরে তাঁকে কাতরাতে দেখা যায়। কৃষ্ণাঙ্গদের দাবি, বর্ণবিদ্বেষের বলি হয়েছেন ফ্লয়েড।
সূত্র:ntvbd

captcha