IQNA

তুরস্কের কাছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ: হাজিয়া সোফিয়াকে মসজিদে পরিণত করবেন না

22:17 - July 02, 2020
সংবাদ: 2611068
তেহরান (ইকনা): মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তুরস্কের সরকারের নিকট হাজিয়া সোফিয়াকে মসজিদে পরিণত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

হাজিয়া সোফিয়ার ব্যাপারে তুরস্কের আদালতের রায় ঘোষণার একদিন পূর্বে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তুরস্কের সরকারের নিকট হাজিয়া সোফিয়াকে মসজিদে পরিণত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। মাইক পাম্পেও বুধবার তুরস্কের সরকারের নিকট এই আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবারই তুরস্কের প্রশাসনিক আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দেবে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, কিন্তু শুনানি শেষে এ বিষয়ে বিলম্বের সিদ্ধান্ত নেয় আদালত।
এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান হাজিয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরিত করার ব্যাপারে অটুট রয়েছেন।

এক বিবৃতিতে পম্পেও প্রথমে তুরস্কের সরকারকে হাজিয়া সোফিয়াকে জাদুঘর হিসাবে পরিচালনা করার জন্য তুর্কি সরকারের প্রশংসা করেছে, কিন্তু সতর্ক করেছে যে, যদি এর স্থিতি পরিবর্তন করা হয় তাহলে এর ঐতিহাসিক ঐতিহ্য কমে যাবে।

তিনি বলেন: আমরা তুরস্কের সরকারের নিটকে আহ্বান জানায় যে, এই ঐতিহাসিক স্থানটি জাদুঘর হিসেবেই সংরক্ষণ থাকুক এবং এটি সকলের জন্যই উন্মুক্ত থাকুক।

হাজিয়া সুফিয়া ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কেন্দ্রস্থলে অবস্থিত করছে। এটি অটোমান সাম্রাজ্যের আমলে নির্মিত হয়েছে এবং বর্তমানে এটি তুরস্কের সর্বাধিক দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

হাজিয়া সুফিয়া প্রথম ৯০০ বছর খ্রিস্টানদের ক্যাথেড্রাল ছিল এবং উসমানীয়রা কনস্টান্টিনোপল বিজয়ের পরে পরবর্তী ৫০০ বছর মসজিদে পরিণত হয়। এটি ভবনটি ১৯৩৪ সাল পর্যন্ত মসজিদ হিসেবে ছিল।

১৯৩৪ সালে মোস্তফা কামাল আতাতুর্ক নেতৃত্বাধীন আধুনিক তুর্কি ধর্মনিরপেক্ষ সরকারের প্রথম দিকে হাজিয়া সোফিয়াকে যাদুঘরে পরিণত হয়।  iqna

 

captcha