IQNA

পবিত্র রমজান মাসের ২৫তম দিনের দোয়া

0:02 - May 08, 2021
সংবাদ: 2612749
তেহরান (ইকনা): ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত: রাসূলুল্লাহ (সা) রমজান মাসে এই দোয়া পড়তেন। ‘আলবালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআমি’ নামক গ্রন্থে এই দোয়াগুলো রয়েছে।

পবিত্র রমজান মাসের ২৫তম দিনের দোয়ার আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ:

اَللّـهُمَّ اجْعَلْنی فیهِ مُحِبَّاً لاَِوْلِیائِکَ، وَمُعادِیاً لاَِعْدائِکَ، مُسْتَنّاً بِسُنَّةِ خاتَمِ اَنْبِیائِکَ، یا عاصِمَ قُلُوبِ النَّبِیّینَ .

উচ্চারণ: “আল্লাহুম্মাজ্ আ’লনী ফি-হি মুহিব্বাল্ লিআওলিয়া-ইক্, ওয়া মুআ’দিয়াল্ লিআ’দা-য়িক্, মুসতান্নান্ বিসুন্নাতি খ-তামি আন্-বিইয়া-ইক্, ইয়া আ’সিমা ক্বুলু-বিন্ নাবিয়্যিন।”


অর্থ : হে আল্লাহ ! এ দিনে আমাকে তোমার বন্ধুদের বন্ধু এবং তোমার শত্রুদের শত্রু করে দাও। তোমার আখেরী নবীর সুন্নত ও পথ অনুযায়ী চলার তৌফিক আমাকে দান কর। হে নবীদের অন্তরের পবিত্রতা রক্ষাকারী।


আল্লাহ তাআলা রমজান মাসের রোজা পালন, ইবাদাত-বন্দেগি ও দোয়া ইসতেগফারের মাধ্যমে মুসলিম উম্মাহকে ক্ষমা করে তাঁর আনুগত্যশীল বান্দাদের মধ্যে শামিল হওয়ার তাওফিক দান করুন।

 

পবিত্র রমজান মাসের ২৫তম দিনের দোয়া

সংশ্লিষ্ট খবর
captcha