IQNA

ইহুদিবাদী ইসরাইলের ২টি সামরিক কেন্দ্রে লেবানিজ হিজবুল্লাহর হামলা 

7:54 - April 18, 2024
সংবাদ: 3475343
ইকনা: লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ঘোষণা করেছে যে তারা দখলকৃত অঞ্চলের উত্তরে ইহুদিবাদী শাসক বাহিনীর আরও ২টি সামরিক কেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে। এদিকে ইহুদিবাদী মিডিয়া ঘোষণা করেছে যে ৭,০০০ এরও বেশি সৈন্য মানসিক সমস্যার সম্মুখীন হয়েছে।

অধিকৃত অঞ্চলের উত্তরে ইহুদিবাদী সেনাবাহিনীর অবস্থানে লেবাননের হিজবুল্লাহর হামলা অব্যাহত রয়েছে।

এর ভিত্তিতে, লেবাননের হিজবুল্লাহ বিবৃতি জারি করে ঘোষণা করেছে যে তারা ইহুদিবাদী শাসকের আরও ২টি সামরিক অবস্থানকে লক্ষ্যবস্তু করেছে।

একটি বিবৃতিতে, লেবাননের হিজবুল্লাহ যুদ্ধ তথ্য অফিস জোর দিয়েছিল: গাজা উপত্যকায় স্থিতিশীল ফিলিস্তিনি জাতি এবং তাদের সাহসী ও মহৎ প্রতিরোধের সমর্থনে, ইসলামিক প্রতিরোধের যোদ্ধারা বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৪ টায় এই হামলা চালায়। তারা ফালাক ক্ষেপণাস্ত্র দিয়ে শাবার দখলকৃত মাঠে অবস্থিত জেবেদিন ব্যারাকে আক্রমণ করে এবং সরাসরি লক্ষ্যবস্তু করে।

এছাড়াও, ইসরাইলি সেনাবাহিনী স্বীকার করেছে যে আরব আল-আরামশেহে হিজবুল্লাহ ড্রোন হামলায় ১৪ ইসরাইলি সেনা আহত হয়েছে এবং তাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

অন্যদিকে, ইহুদিবাদী সেনাবাহিনী দক্ষিণ লেবাননে তাদের হামলা অব্যাহত রেখেছে।

জায়নিস্ট আর্মি রেডিও ঘোষণা করেছে যে আরব আল-আরামশেহ-এ লেবাননের হিজবুল্লাহর আক্রমণের প্রতিক্রিয়ায় এই সরকারের বিমান বাহিনী লেবাননের বেকা অঞ্চলকে লক্ষ্যবস্তু করেছে।

এদিকে ইহুদিবাদী ইসরাইলের উত্তরাঞ্চলের বেইত হিল্লেল সামরিক ঘাঁটিতে মোতায়েন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ওপর ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। 

মঙ্গলবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা দুটি ড্রোন দিয়ে ইসরাইলি অবস্থানে হামলা চালায়। বিবৃতিতে জানানো হয়েছে, ড্রোন দুটি সফলভাবে আয়রন ডোম প্ল্যাটফর্মে আঘাত করে এবং এতে সেখানকার বেশ কয়েকজন ক্রু হতাহত হয়। 

ইসরাইলের চ্যানেল টুয়েলভ জানিয়েছে, হিজবুল্লাহর ছোঁড়া ড্রোন অধিকৃত ভূখণ্ডের গ্যালিলি এলাকায় আঘাত হানে এবং সেখানে আগুন ধরে যায়। আগুন নেভানোর জন্য তিনটি অগ্নি নির্বাপক দল কাজ করে। 

এদিকে, অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে বিরকেত রিশা সামরিক ঘাঁটিতে ইসরাইলি সেনাদের একটি সমাবেশ লক্ষ্য করে হিজবুল্লাহ রকেট হামলা চালিয়েছে। অন্যদিকে, লেবাননের কাফরশুভা এলাকার আল-সামাকা অবস্থানে গোলাবর্ষণ করেছে হিজবুল্লাহ যোদ্ধারা। 

গত সাত অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের ওপর বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। এর প্রতিবাদে হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী অবস্থানে শুরু থেকেই হামলা চালাচ্ছে। হিজবুল্লাহ আন্দোলন পরিষ্কার করে বলেছে, গাজার ওপর যতক্ষণ পর্যন্ত ইসরাইল আগ্রাসন বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের ওপর হামলা অব্যাহত রাখবে।

captcha