IQNA

মিশরে শিক্ষার্থীদের জন্য কুরআন হেফজ প্রতিযোগিতা

0:20 - November 07, 2016
সংবাদ: 2601899
আন্তর্জাতিক ডেস্ক: কায়রো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কুরআন হেফজ এবং ইসলামী সংস্কৃতি প্রতিযোগিতা ৬ নভেম্বর শুরু হয়েছে।
মিশরে শিক্ষার্থীদের জন্য কুরআন হেফজ প্রতিযোগিতা
বার্তা সংস্থা ইকনা: উক্ত প্রতিযোগিতা মোট দুইটি বিভাগে তথা কুরআন হেফজ এবং ইসলামী সংস্কৃতি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। কায়রো বিশ্ববিদ্যালয়ের যুবা সুরক্ষা ডিপার্টমেন্টের অন্তর্গত সাংস্কৃতিক বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। কুরআন হেফজ এবং ইসলামী সংস্কৃতি প্রতিযোগিতা ৬ নভেম্বর শুরু হয়েছে এবং একাধারে ১০ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

এই প্রতিযোগিতায় কায়রো বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

কুরআন হেফজ বিভাগের জন্য মোট পাঁচটি স্তরে বিভক্ত করা হয়েছে। স্তরগুলো যথাক্রমে তাফসির ও তাজবিদের বিধি-বিধান বজায় রেখে সম্পূর্ণ কুরআন হেফজ, ২০ পারা কুরআন হেফজ, ১৫ পারা কুরআন হেফজ, ১০ পারা কুরআন হেফজ এবং ৫ পারা কুরআন হেফজ এবং ইসলামী সংস্কৃতি বিভাগ সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

iqna


captcha