IQNA

মিশরের নতুন রাজধানীতে সর্ববৃহৎ মসজিদ এবং গির্জা নির্মিত হবে

15:24 - January 07, 2017
সংবাদ: 2602314
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের প্রেসিডেন্ট ঘোষণা করেছেন, তার দেশের নতুন রাজধানীতে বিশ্বের সর্ববৃহৎ মসজিদ এবং গির্জা নির্মাণ করা হবে।
মিশরের নতুন রাজধানীতে সর্ববৃহৎ মসজিদ এবং গির্জা নির্মিত হবে
বার্তা সংস্থা ইকনা: মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি শুক্রবার (৬ জানুয়ারি) কায়রোর কপটিক চার্চ পরিদর্শনের সময় এই খবর জানান। দুই বছর পূর্বে মিশরের সাবেক প্রেসিডেন্ট মুরসির ক্ষমতাচ্যুতের সময় অভ্যুত্থান জন্য এই চার্চটির ব্যাপক ক্ষতি হয়েছিল। চার্চটি পরিদর্শন করতে দেরি হওয়া জন্য আবদেল ফাত্তাহ আল-সিসি ক্ষমা চেয়েছেন।
তিনি বলেন: ধর্ম এবং মাজহাবের বৈচিত্র্য এবং পার্থক্য মহান আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। এ বিষয়ে অবশ্যই আমাদের সকলের সম্মান জানানো উচিত।
২০১৩ সালে মুরসির বিরুদ্ধে সেনা অভ্যুত্থানের সময় মিসরীয় কপটিক চার্চ অভ্যুত্থানের সমর্থন করেছে এবং তখন থেকে খ্রিস্টান এবং তাদের গির্জার হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
মিশরের নতুন রাজধানীতে বিশ্বের সর্ববৃহৎ মসজিদ এবং গির্জা নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনাটি সেদেশর নগর উন্নয়ন মন্ত্রী ২০১৫ সালে উপস্থাপন করে।
নতুন এই রাজধানীর নাম এখনোও নির্বাচন করা হয়নি। মিশরের বর্তমান রাজধানী কায়রোর ৪৫ কিলোমিটার পূর্বে এই শহরটি নির্মাণ করা হবে এবং সেখানে সকল সরকারি অফিস এবং সরকারি প্রতিষ্ঠান ও বিদেশি দূতাবাসসমূহ স্থানান্তর করা হবে।
iqna


captcha