IQNA

আব্দুল বাসিতের কণ্ঠে প্রকৃতি পুনর্জাগরণ আয়াতের তিলাওয়াত

23:54 - March 24, 2017
সংবাদ: 2602776
বার্তা সংস্থা ইকনা: পবিত্র কুরআনে বিভিন্ন আয়াতে ভূমির মৃত্যু এবং পুনরায় সঞ্জীবিত হওয়া কথা বলা হয়েছে; বিশেষ করে সূরা আবাসের ২৪ থেকে ৩১ নম্বর আয়াত পর্যন্ত এই ব্যাপারে ইশারা করা হয়েছে।
আব্দুল বাসিতের কণ্ঠে প্রকৃতি পুনর্জাগরণ আয়াতের তিলাওয়াত

বার্তা সংস্থা ইকনা: আরবি রাবি' (ربیع‌) শব্দের অর্থ হচ্ছে "বসন্ত"। এই শব্দটি পবিত্র কুরআনে উল্লেখ করা হয়নি। তবে পবিত্র কুরআনের অনেক আয়াতে মহান আল্লাহর কৃপায় ভূমির মৃত্যু এবং পুনরায় সঞ্জীবিত হওয়া কথা বলা হয়েছে।

এমনটি কয়েকটি আয়াত রয়েছে সূরা আবাসে। এসকল আয়াতে শীত ও বসন্তের কথা বলা হয়েছে। শীতকালে ভূমি ও গাছপালা ঘুমিয়ে পড়ে এবং তাদের মৃত্যু ঘটে। আর বসন্তকালে বৃষ্টি এবং বাতাস প্রবাহের কারণে সেগুলো পুনরায় সঞ্জীবিত হয়। মহান আল্লাহ ভূমি ও গাছপালাগুলোকে পুনার জীবিত করেন।

মিশরের বিখ্যাত ক্বারি আব্দুল বাসিতের সুললিত কণ্ঠে সূরা আবাসের ২৪ থেকে ৩১ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াতের অডিও ফাইলটি ইকনার দর্শনার্থীদের জন্য পরিবেশন করা হল:

فَلْيَنْظُرِ الْإِنْسَانُ إِلَى طَعَامِهِ﴿۲۴﴾

অবশ্যই মানুষ যেন তার খাদ্যের প্রতি লক্ষ্য করে,

أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا ﴿۲۵﴾

)যে, প্রথমে) আমরা পানিকে বৃষ্টির মাধ্যমে বর্ষণ করি,

ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا ﴿۲۶﴾

অতঃপর আমরা ভূমিকে বিদীর্ণ করি;

فَأَنْبَتْنَا فِيهَا حَبًّا ﴿۲۷﴾

এবং তাতে শস্যদানা উৎপন্ন করি,

وَعِنَبًا وَقَضْبًا ﴿۲۸﴾

এবং (উৎপন্ন করি) আঙ্গুর ও শাকসব্জি,

وَزَيْتُونًا وَنَخْلًا ﴿۲۹﴾

এবং জয়তুন ও খেজুর বৃক্ষ

وَحَدَائِقَ غُلْبًا ﴿۳۰﴾

এবং নিবিড় উদ্যানসমূহ,

وَفَاكِهَةً وَأَبًّا ﴿۳۱﴾

এবং ফলমূল ও চারণভূমির তৃণ-লতা;

مَتَاعًا لَكُمْ وَلِأَنْعَامِكُمْ ﴿۳۲﴾

এ সমুদয় তোমাদের ও তোমাদের গবাদিপশুগুলোর ভোগের জন্

فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ ﴿۳۳

এবং যখন (কিয়ামতের) কর্ণবিদারী বিকট শব্দ সমাগত হবে

يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ ﴿۳۴

সেদিন মানুষ তার ভাই হতে পলায়ন করবে,

iqna



captcha