IQNA

হযরত আব্দুল আজিম হাসানির মহিমান্বিত জন্ম বার্ষিকী

23:40 - December 23, 2017
সংবাদ: 2604624
৪ঠা রবিউস সানি রাসূলের (সা.) পবিত্র আহলে বাইতের (আ.) অন্যতম সদস্য হযরত আব্দুল আজিমের (আ.) মহিমান্বিত জন্ম বার্ষিকী। এ উপলক্ষে ইরানের রাজধানী তেহরানে এ মহান ব্যক্তিত্বের পবিত্র মাজারে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হিজরী বর্ষ অনুযায়ী ৪ঠা রবিউস সানী হচ্ছে এক গুরুত্বপূর্ণ দিন; কেননা এ দিনে রাসূলের (সা.) বংশধারায় এক মহান ব্যক্তিত্ব জন্ম গ্রহণ করেছিলেন।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানের উপকণ্ঠে অবস্থিত হযরত আব্দুল আজিমের (আ.) পবিত্র মাজারে তার মহিমান্বিত জন্মবার্ষিকী উপলক্ষে এক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ঠা রবিউস সানী মাগরিব ও এশার নামায শেষে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারিবৃন্দের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ মাহফিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও খ্যাতিমান বক্তা হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন নাসের রাফিয়ী বক্তব্য রাখেন। তিনি হযরত আব্দুল আজিমের (আ.) ব্যক্তিত্ব ও কর্মময় জীবনের উপর তথ্য সমৃদ্ধ আলোচনা করেন।

উল্লেখ্য হযরত আব্দুল আজিম (আ.) ইমাম হাসানের (আ.) নাতি আব্দুল্লাহ বিন আলীর সন্তান। তিনি হাদীস শাস্ত্রে বিশেষ পারদর্শী এবং খ্যাতিমান মুসলিম মনীষী হিসেবে পরিচিত। হাদীসে বর্ণিত হয়ে যে, যদি কারও পক্ষে কারবালাতে ইমাম হুসাইনের (আ.) মাজার জিয়ারত করা সম্ভব না হয়; তবে সে যদি ইরানের তেহরানের অদূরে রেহ শহরে অবস্থিত আব্দুল আজিমের (আ.) মাজার জিয়ারত করে, তাহলে সম পরিমাণের সওয়াবের অধিকারী হবে।

captcha