IQNA

আঙ্কারায় নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল তুরস্ক

16:59 - May 16, 2018
সংবাদ: 2605767
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, দখলকৃত অঞ্চলে সাম্প্রতিক পরিবর্তনের কারণ আঙ্কারায় নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে।

 

বার্তা সংস্থা ইকনা: তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, দখলকৃত অঞ্চলে সাম্প্রতিক পরিবর্তন এবং ফিলিস্তিনি জনগণকে গণহত্যা করার জন্য আঙ্কারায় নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূতকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

এদিকে তেল আভিভে তাদের রাষ্ট্রদূতকেও নিজের দেশে ফিরে আসার জন্য তলব করেছে তুরস্ক।

উল্লেখ্য, জাইনিস্ট শাসনের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রতিবাদে ফিলিস্তিনি জনগণ ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভের সময় ইসরাইলি বাহিনীর পাশবিক হামলায় অনেকেই আহত হয়েছেন এবং ৬২ জন নিহত হয়েছেন।

iqna

 

 

captcha