IQNA

মানবতার জন্য শান্তি ও বন্ধুত্বের স্লোগানের মাধ্যমে

ভারতের আলীগড় ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

16:54 - November 23, 2018
সংবাদ: 2607323
আন্তর্জাতিক ডেস্ক: ঈদে মিলাদুন্নবী (সা.)এর উপলক্ষে ভারতের আলীগড় ইসলামিক বিশ্ববিদ্যালয় এক বর্ণাঢ্য মিলাদ মাহফিল উদযাপিত হয়েছে।

ভারতের আলীগড় ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিতবার্তা সংস্থা ইকনা: ঈদে মিলাদুন্নবী (সা.)এর অনুষ্ঠানটি "জুলুসে মুহাম্মাদ (সা.)" শিরোনামে আলীগড় ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
অংশগ্রহণকারীগণ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে "আল্লাহু আকবার" এবং লাব্বাইক ইয়া রাসুলুল্লাহ (সা.)" লিখিত পতাকা হাতে নিয়ে মিছিল করেছেন।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বেশ কয়েকজন বক্তা নবী করিম (সা.)এর ব্যক্তিত্বের বিভিন্ন দিকের আলোকে বক্তৃতা পেশ করেছেন।
বিভিন্ন বক্তৃতা নবী (সা।) এর চরিত্রের বিভিন্ন দিককে সম্বোধন করেছেন।
আলীগড় ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র "মোর্তোজা" বলেন: বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) মানবতা নির্দেশক ছিলেন। শুধুমাত্র মুসলমানদের জন্য নয়; বরং তিনি সকল বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ ছিলেন।
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর অনুষ্ঠানের শেষে সকল শিক্ষার্থীগণ বিশ্বে সকল জনগণের মধ্যে বন্ধুত্ব ও শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া করেন। মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অংশগ্রহণকারী ও দর্শকমণ্ডলীদের মধ্যে মিষ্টি ও শরবত বিতরণ করা হয়।
iqna

captcha