IQNA

হরমুজ প্রণালীতে যেকোনো হঠকারী তৎপরতার বিরুদ্ধে কঠোর জবাব দেয়া হবে: রুহানি

18:53 - July 24, 2019
সংবাদ: 2608950
আন্তর্জাতিক ডেস্ক; ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তেহরানের দায়িত্ব রয়েছে। একইসঙ্গে কৌশলগত সামুদ্রিক পথের নিরাপত্তা বিঘ্ন ঘটাতে পারে এমন ধরনের তৎপরতার বিরুদ্ধে তার দেশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আজ (বুধবার) একটি সরকারি বৈঠকে প্রেসিডেন্ট রুহানি বলেন, "পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে গোলযোগ সৃষ্টি করার সুযোগ আমরা কাউকে দেব না।" তিনি বলেন, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে ইরান এবং এর উপকূলবর্তী দেশগুলোরই বিশেষ দায়িত্ব রয়েছে। এ অঞ্চলের নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে ইরান যেসব পদক্ষেপ নিচ্ছে তাতে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ইরানি জাতি সব সময় পারস্য উপসাগরের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে আসছে বলে জানান রুহানি।

পারস্য উপসাগরে কোনো ধরনের হঠকারী তৎপরতা এবং আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। পাশাপাশি হুরমুজ প্রণালীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী বা আইআরজিসির যেকোনো সতর্কবার্তায় কর্ণপাত করার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট রুহানি। পারস্য উপসাগর অঞ্চলের নিরাপত্তা সুরক্ষা দেয়ার জন্য সবাইকে আইআরজিসির প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।  iqna

 

captcha