IQNA

ইরানের প্রেসিডেন্ট ;

মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া সরকার ইরানের কাছে নতিস্বীকার করব

16:11 - November 05, 2020
সংবাদ: 2611760
তেহরান (ইকনা): ইসলামি প্রজাতান্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া সরকার তেহরানের কাছে নতিস্বীকার করবে। তিনি আজ (বৃহস্পতিবার) পারস্য উপসাগরের পানি মরু অঞ্চলে নিয়ে যাওয়ার প্রকল্প উদ্বোধনকালে এ কথা বলেন।

করোনা মহামারির কারণে নিজের দপ্তর থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করেন রুহানি। তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত আন্তর্জাতিক আইন,জনমতের চাপ এবং ইরানি জনগণের ধৈর্য ও প্রতিরোধের কাছে নতিস্বীকার করতে বাধ্য হবে। তাদের সামনে ভিন্ন কোনো পথ খোলা নেই। পার্সটুডে

ইরানের প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতি ইঙ্গিত করে বলেন, আমেরিকায় কোন দল বা ব্যক্তি ক্ষমতায় এলো তা তেহরানের জন্য গুরুত্বপূর্ণ নয়। ইরানি জাতি গত আট মাস ধরে করোনা মহামারির পাশাপাশি নিষেধাজ্ঞা সহ্য করছে এবং সব ধরণের চাপ মোকাবেলা করতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, ইরানের উন্নয়ন থামবে না। উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। ইরানে একের পর এক বিশাল জাতীয় প্রকল্প উদ্বোধনই এর প্রমাণ বলে তিনি মন্তব্য করেন।

ড. রুহানি আজ পারস্য উপসাগরের পানি মরু অঞ্চলে সরবরাহের জাতীয় প্রকল্পের প্রথম পর্ব উদ্বোধন করেছেন। এর আওতায় প্রতিদিন ২ লাখ ঘনমিটার পানিকে খাবারযোগ্য মিষ্টি পানিতে পরিণত করা হবে। iqna

 

captcha