IQNA

ইরানের প্রেসিডেন্ট;

জেনারেল কাসেম সোলাইমানি একজন জাতীয় বীর

23:04 - December 30, 2020
সংবাদ: 2612038
তেহরান (ইকনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, জেনারেল কাসেম সোলাইমানি জাতীয় বীর। তিনি ইরানসহ গোটা অঞ্চল এবং মুসলিম জাতির গর্ব।
আজ (বুধবার) মন্ত্রীসভার বৈঠকে কাসেম সোলাইমানির শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বলেন, আগামীকাল যে বছরটি শেষ হচ্ছে তা জেনারেল সোলাইমানির শাহাদাতের দুঃখে ভারাক্রান্ত। মার্কিন প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সেদেশের কর্মকর্তারা এই মহান বীরকে হত্যা করেছে। পার্সটুডে
 
এছাড়া আরও অনেকে এই হত্যাকাণ্ডে জড়িত বলে তিনি মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নেয়া ইরানিদের ন্যায্য অধিকার। 
 
কাসেম সোলাইমানির শোকানুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির প্রতি ইঙ্গিত করে রুহানি বলেন, ডোনাল্ড ট্রাম্প ও ইহুদিবাদী ইসরাইল ভাবতেও পারেনি যে, জেনারেলকে হারানোর বেদনায় ইরান, ইরাক ও লেবাননসহ পশ্চিম এশিয়ার মানুষেরা রাস্তায় নেমে আসবে।
 
ইরাকের সংসদ সদস্যরা সেদেশ থেকে মার্কিন সেনাদের বহিষ্কারের পক্ষে রায় দিয়ে বড় ধরণের চপেটাঘাত করেছে। এর মাধ্যমে তারা বুঝিয়ে দিয়েছেন ইরাকেও সন্ত্রাসী আমেরিকার স্থান নেই।
 
চলতি ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমান বন্দরের বাইরে মার্কিন হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের সাবেক প্রধান লে. জেনারেল কাসেম সোলাইমানি শাহাদাৎবরণ করেন।  iqna
 
 
 
captcha