IQNA

রুহানি-ওলাঁদ টেলিফোন সংলাপ: সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা

19:30 - July 24, 2015
সংবাদ: 3332507
আন্তর্জাতিক বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তেহরান ও প্যারিসের মধ্যকার সম্পর্ক জোরদার করার উপযুক্ত সময় এসেছে। তিনি বলেন, বিভিন্ন খাতে বিশেষ করে সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে এ সম্পর্ক জোরদারের সুযোগ রয়েছে।

বার্তা সংস্থা ইকনা: গতকাল (বৃহস্পতিবার) ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে এক টেলিফোন সংলাপে সম্পর্ক জোরদারের কথা বলেন ড. রুহানি। এ সময় তিনি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক জোরদারের উজ্জ্বল সম্ভাবনার কথাও তুলে ধরেন।
ইরানের প্রেসিডেন্ট বলেন, “গত ১০ বছর ধরে দু দেশ বহু ক্ষেত্রে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার সুযোগ নষ্ট করেছে; এখন সময় এসেছে অতীতের সে ভুল সংশোধন করার।”
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে চূড়ান্ত সমঝোতা হওয়ার এক সপ্তাহ পর ড. হাসান রুহানি ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বললেন। এ সময় তিনি সমঝোতা বাস্তবায়নের বিষয়ে দু পক্ষের প্রতিশ্রুতি রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
টেলি সংলাপে ওলাঁদ পরমাণু সমঝোতায় পৌঁছানোর বিষয়ে ইরানের প্রেসিডেন্টের প্রচেষ্টা ও সহযোগিতার প্রশংসা করেন। তিনি জানান, শিগগিরি ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফ্যাবিয়াস তেহরান সফর করবেন। তিনি আরো বলেন, ইরানের সঙ্গে সম্পর্ক জোরদার বিশেষ করে বিদ্যুৎ, জ্বালানি তেল এবং বিমান পরিবহন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে ফ্রান্স প্রস্তুত রয়েছে। রেডিও তেহরান
3332419
 

captcha