IQNA

কাজাখিস্তানের মাদ্রাসায় অনলাইন কুরআন প্রশিক্ষণ কোর্স

20:09 - September 12, 2021
সংবাদ: 3470653
তেহরান (ইকনা): কাজাখিস্তানের সুলতান গ্র্যান্ড মসজিদের পক্ষ থেকে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য অনলাইন কুরআন প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে।

নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে কাজাখিস্তানের আস্তানা শহরের হযরত সুলতান মসজিদের পক্ষ থেকে ধর্মীয় শিক্ষার্থীদের জন্য অনলাইনে কুরআন প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। উক্ত প্রশিক্ষণ কোর্সে শিক্ষার্থীদের জন্য কুরআন তিলাওয়াত ও হেফজের বিষয়ে ক্লাস নেওয়া হবে।

কাজাখিস্তানে অবস্থিত ইরানের কালচারাল কাউন্সিলার জানিয়েছেন, কাজাখিস্তানে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে এবং বিনা মূল্যে এই প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে।

“হযরত সুলতান” জামে মসজিদ কাজাখিস্তানের সর্ববৃহৎ মসজিদ, যা সেদেশের ইসলামী ও জাতীয় স্থাপত্য ঐতিহ্য অনুযায়ী নির্মাণ করা হয়েছে।

কাজাখিস্তানে ২৭০০টিও অধিক মসজিদ রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় মসজিদ হল আস্তানা শহরের হযরত সুলতান মসজিদ।

কাজাখ প্রেসিডেন্ট নুর সুলতান নজর বায়েভের উপস্থিতিতে ২০১০ সালের অক্টোবরে মসজিদের নির্মাণ কাজ শুরু হয় এবং মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করতে প্রায় তিন বছর সময় লেগেছে।

কাজাখিস্তানে বিশিষ্ট সুফি “খাজা আহমদ ইয়াসভী” নামে এই মসজিদটির নামকরণ করা হয়েছে। এই আধ্যাত্মিক সুফির মাযার সেদেশের তুর্কিস্তান শহরে অবস্থিত। iqna

captcha