ইকনা- ইন্দোনেশিয়ান ভাষায় কোরআন অনুবাদের কাজ শুরু হয়েছিল ৩০০ বছর আগে। এই কাজে নেতৃত্ব দেন ইন্দোনেশিয়ার প্রসিদ্ধ আলেম ও সুফিসাধক শায়খ আবদুর রউফ ফানসুরি সিনকিলি (রহ.)। তিনি ছিলেন সুলতানা সাফিয়াতুদ্দিনের আস্থাভাজন এবং অচেহ সালতানাত, যা ‘অচেহ দারুস সালাম’ নামেও পরিচিত তার প্রধান মুফতি। ইন্দোনেশিয়ায় সাত্তারিয়া ও কাদেরিয়া সুফি তরিকার প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
10:51 , 2025 Oct 05