IQNA

পবিত্র রমজান মাসের ১২তম দিনের দোয়া

0:03 - April 25, 2021
সংবাদ: 2612672
তেহরান (ইকনা): আজ পবিত্র রমজান মাসের বারোতম দিন। ইসলাম ধর্মালম্বীদের জন্য এই মাসে সাওম পালন করা বাধ্যতামূলক। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) রমজান মাসে ত্রিশ দিনে ত্রিশটি দোয়া পড়তেন। ‘আলবালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআমি’ নামক গ্রন্থে এই দোয়াগুলো রয়েছে।

সৃষ্টিকর্তার অপার মহিমায় প্রোজ্জ্বলিত হতে সাওম ও সালাতের পাশাপাশি অনেকেই বিশেষ আমল করতে চায়। সেজন্য পবিত্র রমজান মাসের এই দোয়া প্রকশ করা হলো।

 

পবিত্র রমজান মাসের ১২তম দিনের দোয়ার আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ:

اَللّـهُمَّ زَیِّنّی فیهِ بِالسِّتْرِ وَالْعَفافِ، وَاسْتُرْنی فیهِ بِلِباسِ الْقُنُوعِ وَالْکَفافِ، وَاحْمِلْنی فیهِ عَلَى الْعَدْلِ وَالاِْنْصافِ، وَآمِنّی فیهِ مِنْ کُلِّ ما اَخافُ، بِعِصْمَتِکَ یا عِصْمَةَ الْخائِفینَ .

উচ্চারণ : ‘আল্লাহুম্মা যাইয়্যিননি ফিহি বিস-সিতরি ওয়াল আফাফি; ওয়াসতুরনি ফিহি বি-লিবাসিল কুনুয়ি ওয়াল কাফাফি; ওয়াহ্‌মিলনি ফিহি আলাল আদ্‌লি ওয়াল ইনসাফি; ওয়া আমিননি ফিহি মিন কুল্লি মা আখাফু; বি-ইসমাতিকা ইয়া ইসমাতাল খায়িফিন।’

অর্থ : হে আল্লাহ ! এদিনে আমাকে আত্মিক পবিত্রতার অলঙ্কারে ভূষিত কর । অল্পে তুষ্টি ও পরিতৃপ্তির পোশাকে আবৃত্ত কর । ন্যায় ও ইনসাফে আমাকে সুসজ্জিত কর । তোমার পবিত্রতার উসিলায় আমাকে ভীতিকর সবকিছু থেকে নিরাপদে রাখ । হে খোদা ভীরুদের রক্ষাকারী ।
আল্লাহ তাআলা রমজান মাসের রোজা পালন, ইবাদাত-বন্দেগি ও দোয়া ইসতেগফারের মাধ্যমে মুসলিম উম্মাহকে ক্ষমা করে তাঁর আনুগত্যশীল বান্দাদের মধ্যে শামিল হওয়ার তাওফিক দান করুন।

 

পবিত্র রমজান মাসের ১২তম দিনের দোয়া

সংশ্লিষ্ট খবর
captcha