IQNA

১৯৮৮’র আন্দোলনের বর্ষপূর্তিতে মিয়ানমারে জান্তা-বিরোধী বিক্ষোভ

6:10 - August 09, 2021
সংবাদ: 3470472
তেহরান (ইকনা): মিয়ানমারে ১৯৮৮ সালের সেনা শাসনবিরোধী আন্দোলনের বর্ষপূর্তি পালন উপলক্ষে দেশজুড়ে জান্তা সরকার বিরোধী বিক্ষোভ করেছে কয়েকটি গোষ্ঠী।

রোববার অনলাইনের এক ডাকে সাড়া দিয়ে বিক্ষোভকারীরা বড় বড় শহরের রাস্তায় নেমে এসে মিছিল-সমাবেশ করে স্লোগান দিয়েছে।

তাদের হাতে ছিল ব্যানার। ১৯৮৮ সালের বিপ্লবের রক্তক্ষয় বৃথা যেতে না দেওয়ার সংকল্প নিয়ে স্লোগান দয়েছে বিক্ষোভকারীরা।

জান্তার শাসনকে দেশের ওপর ‘কালো ছায়া’ আখ্যা দিয়ে সেই ৮৮’র অসম্পূর্ণ কাজ শেষ করতে একযোগে লড়াইয়ের ডাক দিয়েছে বিক্ষোভকারীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অন্তত ছয়টি ভিন্ন স্থানে বিক্ষোভের ভিডিও দেখা গেছে।

চলতি বছর ১ ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলে নেওয়ার পর থেকেই অশান্ত পরিস্থিতি বিরাজ করছে।

সামরিক জান্তা নেতা জেনারেল মিন অং হ্লাইং গত সপ্তাহে নতুন গঠিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন।

তিনি বলেছেন, সু চির সরকার নির্বাচনে ভোট জালিয়াতি করার কারণে সু চিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়াটা সাংবিধানিক পদক্ষেপ ছিল। যদিও মিয়ানমারের নির্বাচন কমিশন বলছে, নির্বাচন সুষ্ঠু হয়েছিল।

মিয়ানমারে ১৯৮৮ সালের ৮ অগাস্টের গণতন্ত্রপন্থি আন্দোলন থেকেই উঠে এসেছিলেন সু চি, যে আন্দোলনকে বলা হয় ‘৮৮৮৮’ আন্দোলন।

রোবারের বিক্ষোভেও বহু বিক্ষোভকারী সেই ৮৮৮৮ বিক্ষোভেরই জয়গান গেয়েছে। সেই আন্দোলন-বিক্ষোভে অন্তত তিন হাজার মানুষ মারা গিয়েছিল।

১৯৮৮ সালের উত্তাল আন্দোলনে জেনারেল সেইন লুইনের পতনের পর মাসখানেকের মধ্যে পতন হয়েছিল নতুন প্রেসিডেন্ট হন ড. মং মংয়েরও।

এরপর জেনারেল স মং ক্ষমতায় এসে হত্যা, গুম-গ্রেফতার-অপহরণ করে টুঁটি চেপে ধরেন ৮৮৮৮ আন্দোলনের।

রোববার মিয়ানমারের মিয়াইং শহরে বিক্ষোভকারীদের হাতের প্ল্যাকার্ডে লেখা থাকতে দেখা যায়, “আসুন আমরা ৮৮৮৮ -এর অসম্পূর্ণ স্বাধীনতা সম্পূর্ণ করতে একসঙ্গে সংগ্রাম করি।”

“৮৮ সালের ঋণ শোধ হবে ২১-সালে”ধ্বনিতে বিক্ষোভকারীরা স্লোগান দিয়েছে মানদালায় অঞ্চলের উন্দুইন শহরে।

তবে রোববারের এই বিক্ষোভ নিয়ে কোনও মন্তব্যের জন্য জান্তা সরকারের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা যায়নি। বিডি নিউজ

captcha