IQNA

সৌদিকে ৬৫ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

0:01 - November 06, 2021
সংবাদ: 3470928
তেহরান (ইকনা): সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের তৈরি ৬৫০ মিলিয়ন অর্থ্যাৎ ৬৫ কোটি মার্কিন ডলারের ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে বাইডেন প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর বিবৃতিতে জানায়, ড্রোন হামলা ঠেকিয়ে সৌদি আরব যাতে নিজেদের সুরক্ষিত রাখতে পারে, সে জন্য রিয়াদের কাছে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য এ ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে পররাষ্ট্র দপ্তর।
 
প্রস্তাবিত এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিমালার ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। কারণ সৌদি আরব মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
 
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, মধ্য পালার এআইএম-১২০সি-৭/সি-৮ মডেলের এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্রগুলো ৬৫ কোটি ডলারে বিক্রি করছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫ হাজার ৫৭৬ কোটি ৪০ লাখ ৫৯ হাজার টাকা।
 
সূত্র: আলজাজিরা।
 
captcha