IQNA

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে মায়ের কোলেই কিশোরীর মৃত্যু

0:10 - December 30, 2021
সংবাদ: 3471207
তেহরান (ইকনা): যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পুলিশের দিকভ্রষ্ট গুলিতে দুর্ঘটনাবশত ১৪ বছরের এক কিশোরী মারা গেছে। কিশোরীর মা জানিয়েছেন, তার কোলেই মেয়ের মৃত্যু হয়েছে।
বিবিসি-র খবরে বলা হয়, গত ২৩ ডিসেম্বর ভ্যালেন্টিনা ওরেলানা-পেরাল্টা নামের ওই কিশোরী মায়ের সঙ্গে একটি কাপড়ের দোকানে ছিলেন। সেসময় পুলিশ এক সন্দেহভাজনকে লক্ষ্য করে গুলি ছুড়ে। ওই গুলি দেয়াল ভেদ করে কিশোরী ভ্যালেন্টিনার দেহে বিদ্ধ হয়।
 
ভ্যালেন্টিনার মা সোলেদাদ পেরাল্টা কেঁদে কেঁদে ঘটনার বিবরণ দিয়ে বলেন, সে সময় তিনি মেয়েকে বাঁচানোর জন্য পুলিশের কাছে মিনতি করলেও তারা তাকে ফেলে চলে যায়।
 
ঘটনার বিস্তারিত বর্ণনায় সোলাদাদ আরও বলেছেন, তিনি ও তার মেয়ে একটি জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্য কাপড় কিনতে নর্থ হলিউড ডিপার্টমেন্ট স্টোরে গিয়েছিলেন। দোকানের ড্রেসিং রুমে থাকার সময় তারা বাইরে হট্টগোল, চিৎকার-চেঁচামেচি শুনতে পান। হঠাৎ এমন বিশৃঙ্খলার কারণে ভয়ে তারা মেঝেতে বসে পড়েন। মা-মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে প্রার্থনা করছিলেন।
 
ঠিক ওই সময়ই সোলেদাদ অনুভব করেন তার মেয়েকে কিছু একটা আঘাত করেছে। আঘাতের ধাক্কায় তারা দুইজনই ছিটকে মাটিতে পড়ে যান। তখন ভ্যালেন্টিনার শরীর নিস্তেজ হয়ে আসছিল।  তাকে ঝাঁকুনি দিয়ে জাগানোর চেষ্টা করলেও সে আর জাগেনি।
 
সোলেদাদ বলেন, ভ্যালেন্টিনা তার বাহুতেই মারা গেছে। এ সময় সাহায্যের জন্য তিনি চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি।
 
“শেষমেশ যখন পুলিশ আসে, তারা ড্রেসিং রুম থেকে আমাকে বের করে আনে। আর আমার মেয়েকে সেখানেই ফেলে রাখে। আমি চেয়েছিলাম তারা তাকে সাহায্য করুক। কিন্তু তারা তাকে শায়িত অবস্থায় একাকি ফেলে আসে”, বলেন সোলেদাদ। 
 
তিনি বলেন, “ছেলে অথবা মেয়েকে নিজের কোলে মারা যেতে দেখার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে আর কী হতে পারে? ” লস অ্যাঞ্জেলেস পুলিশ প্রধান মাইকেল মুর এ ঘটনাকে 'বিশৃঙ্খল ঘটনা' উল্লেখ করে এর পুঙ্খানুপুঙ্খ স্বচ্ছ তদন্তের অঙ্গীকার করেছেন।
 
খবরে বলা হয়েছে, ওই দোকানে এক ব্যক্তি বেপরোয়া আচরণ করছে এবং মটরসাইকেলের ভারি তালা দিয়ে কাস্টমারদেরকে আক্রমণ করছে- এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। জরুরি একটি ফোনকলে বলা হয়েছিল, ওই ব্যক্তির কাছে বন্দুকও আছে। যদিও কোনও আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি। তবে ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।
captcha